হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়া যায় যেভাবে
কারণ আজকের এই আর্টিকেলে হারানো ফেসবুক আইডি ফিরে
পাওয়ার উপায় গুলো আলোচনা করা হবে। আপনি যদি হারানো ফেসবুক আইডি ফিরে
পাওয়ার উপায় গুলো সঠিকভাবে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে
পড়ার অনুরোধ রইল।
.
হারানো ফেসবুক আইডি কি ফিরে পাওয়া যায়
হ্যাঁ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়া সম্ভব হয়। আপনি যদি ফেসবুক আইডির
পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার মোবাইল নাম্বার ইমেইল বা ইউজার নাম দিতে হবে।
এরপর যদি আপনি আপনার আইডি খুঁজে পান তাহলে কন্টিনিউ ক্লিক
করতে হবে। এরপর SMS বা ইমেইলের মাধ্যমে কোড আসবে সেটি দিয়ে পাসওয়ার্ড
রিসেট করতে হবে। এভাবে আপনি আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পেতে পারেন।
ফেসবুক অ্যাকাউন্ট রিকভার কিভাবে করা যায়
আপনি যদি কোন কারণবশত আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে তাহলে আপনি
খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। আপনাদের সুবিধার্থে একটি
কথা বলে রাখি আপনারা যারা ফেসবুক চালান তারা সচারচর মোবাইল নাম্বার দিয়ে
ফেসবুক চালান কিন্তু আমাদের উচিত এই মোবাইল নাম্বার শুধুমাত্র একটা না
দিয়ে একটা সঙ্গে আরও একটি মোবাইল নম্বর সংযুক্ত করতে।
আপনি যখন দুটি ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক ভেরিফাই করে রাখবেন তখন
নিশ্চয়ই আপনার একটি নাম্বার মনে না থাকলেও অন্য আরো একটি নাম্বার মনে থাকবে। তখন
আপনার যেকোনো একটি মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুক আইডি ফিরে পেতে পারেন।
ফেসবুক আইডি ইমেইল নাম্বার দিয়ে ভেরিফাই করলে সব থেকে বেশি ভালো হয়।
আপনার যদি ফেসবুক আইডি ইমেইল আইডি দিয়ে ভেরিফাই করা থাকে আপনার ফেসবুক আইডি যদিও
ডিজেবল হয়ে যায় বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে খুব সহজে সেটা রিকভার
করা যায়। এছাড়াও শুধু পাসওয়ার্ড না হারিয়ে অর্থাৎ আপনার আইডি যদি হ্যাক হয়ে
যায় এবং
হ্যাকাররা যদি আপনার আইডির নাম পরিচয় পরিবর্তন করে না করে তাহলে সে
অবস্থাতে আপনি আপনার আইডি পুনরায় রিকভার করতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে বুঝতে
হবে হ্যাকার আপনার আইডি হ্যাক করছে কিনা এবং আইডিটি কত তাড়াতাড়ি হ্যাক
করছে। আপনি যদি বুঝতে পারেন হ্যাকার আইডি হ্যাক করছে তাহলে সঙ্গে সঙ্গে আইডি
পুনরুদ্ধার করার জন্য রিকভারি পদ্ধতি চালু করবেন।
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
ফেসবুক বিশ্বের অন্যতম প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ
মাধ্যমটি অনেক সময় ব্যবহার করতে গিয়ে হারিয়ে যায়। যার ফলে আমরা অনেক সময় এ
বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাই। তাই আজকে হারানো ফেসবুক আইডি ফিরে
পাওয়ার উপায় গুলো আলোচনা করব। তাহলে চলুন কিভাবে হারানো ফেসবুক
আইডি ফিরে পাওয়া যায় তা জেনে নিন-
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলে
থাকা জিমেইল address বা জিমেইল অ্যাপসে যেতে হবে। আপনি আপনার
ফোনের ব্রাউজার বা gmail এর অ্যাপস থেকে এই কাজটি করতে পারেন। এরপর আপনাকে
gmail apps দিয়ে প্রবেশ করতে হবে। জিমেইল অ্যাপসে প্রবেশ করার পর আপনি সেখানে
যাবেন, যেখানে আপনার অ্যাকাউন্টটি দেখানো হয়ে থাকে।
অর্থাৎ ওপরের ডান দিকে যেদিকে প্রোফাইল অপশন আছে সেখানে যেতে হবে,
সিকিউরিটি অপশন এ ক্লিক করে সরাসরি নিচের দিকে যেতে হবে। এখানে আপনাকে অনেকগুলো
অপশন এর মধ্যে খুঁজে বের করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার অপশন। এরপর পাসওয়ার্ড
ম্যানেজার অপশন এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার এই ডিভাইস থেকে যতগুলো
পাসওয়ার্ড যুক্ত একাউন্ট চালিয়েছেন সেগুলো দেখতে পাবেন।
যেহেতু আপনি ফেসবুক আইডি খুঁজছেন সেহেতু facebook লোগোর উপরে ক্লিক করুন।
এরপর আপনার ডিভাইস থেকে যতগুলো অ্যাকাউন্ট লগইন করা হয়েছে সেগুলোর উপরে ক্লিক
করুন। এবার সিলেক্ট করুন আপনার যে একাউন্টটি হারিয়ে গেছে। সেখান থেকে আপনি
আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পেতে পারেন।
আপনি আপনার পাসওয়ার্ড ফিরে পাওয়ার জন্য ক্লিক করুন আনহাইড অপশনে তাহলে আপনার
সামনে পাসওয়ার্ডটি উন্মুক্ত হয়ে যাবে। এভাবে আপনি আপনার হারানো ফেসবুক আইডি
খুজে পেতে পারেন। আশা করি হারানো ফেসবুক আইডি খুঁজে পাওয়ার উপায় গুলো খুব
ভালোভাবে বুঝতে পেরেছেন।
ফেসবুক আইডি খোলার সময় কি কি বিষয় মনে রাখা প্রয়োজন
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। তবে
বর্তমানে ফেসবুক একটি বহুল ব্যবহৃত সোশ্যাল প্লাটফর্ম। সময়ের সাথে সাথে বহু
সংখ্যক মানুষ এই ফেসবুক প্ল্যাটফর্মে একাউন্ট খুলে যুক্ত হচ্ছে। ফেসবুক আইডি
খোলার সময় কি কি বিষয় মনে রাখা প্রয়োজন তা সকলের জানা উচিত। ফেসবুক আইডি
খোলার সময় কি কি বিষয়ে মনে রাখা প্রয়োজন সেগুলো জেনে নেওয়া যাক--
প্রকৃত নাম ব্যবহার করতে হবে যাতে আপনার বন্ধুরা সহজে আপনাকে খুঁজে পায়।
ফেসবুকের নীতিমালা অনুযায়ী ছদ্মনাম বা ভুয়া ব্যবহার করা যাবে না।
অবশ্যই ইমেইল বা ফোন নাম্বার সচল থাকতে হবে।
আইডি ভেরিফিকেশন, পাসওয়ার্ড রিসেট বা নিরাপত্তা সতর্কতার জন্য এটি খুবই দরকার।
একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড এর মধ্যে ছোট হাতের, বড়
হাতের সংখ্যা , বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে যাতে একটি শক্তিশালী পাসওয়ার্ড
তৈরি হয়।
সঠিক জন্ম তারিখ দিতে হবে। অনেক সময় আইডি ভেরিফাইয়ের জন্য ফেসবুক জন্ম তারিখ
যাচাই করে। ১৩ বছরের কম বয়স হলে ফেসবুক আইডি খোলা যাবে না।
ঠিক করতে হবে নিরাপত্তা সেটিংগুলো। যেমনঃ Two-Factor Authentication
(2FA) চালু করতে হবে।
আপনার পাসওয়ার্ড কোথায় লিখে রাখুন। যাতে আপনি ভুলে গেলেও সে পাসওয়ার্ড দেখে
আপনার ফেসবুকে লগইন করতে পারেন।পাসওয়ার্ড কাউকে দিবেন না।
Login history, active devices, unusual login alert—এই অপশনগুলো মাঝে
মাঝে চেক চেক করুন যাতে আপনার আইডি নিরাপদে থাকে।
পুরনো ফেসবুক আইডি কেটে দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে নতুন ফেসবুক আইডি খুলবো
বর্তমানে সময়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। এখন
বিশ্বের প্রায় প্রতিটি দেশে ফেসবুক খুবই জনপ্রিয়। পুরনো আইডি অ্যাকাউন্ট
ডিএক্টিভেট বা ডিলিট করে নতুনভাবে ফেসবুক আইডি খোলা যায়। তাহলে চলুন জেনে
নেওয়া যাক পুরনো ফেসবুক আইডি কেটে দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে নতুন ফেসবুক
আইডি খুলবো কিভাবে খুলবেন--
ফেসবুক একাউন্ট খোলার সবচেয়ে সহজ মাধ্যম হলো আপনার হাতে থাকা স্মার্টফোন। আপনার
হাতে থাকাই স্মার্ট ফোন দিয়ে আপনি পুরানো ফেসবুক আইডি কেটে প্রফেশনাল ভাবে
নতুনভাবে ফেসবুক আইডি খুলতে পারবেন।
ফেসবুক আইডি খোলার জন্য সর্বপ্রথম ফেসবুক অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড
করে নিতে হবে। তারপর অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
অ্যাপটি ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন হয়ে গেলে এর ফন্ট
পেজে দুটি অপশন দেখতে পাবেন। এগুলো হচ্ছে- Log In এবং Create New Account। যেহেতু
আপনি নতুন ফেসবুক একাউন্ট খুলবেন তাই Create New Account অপশনটিতে ক্লিক
করুন এবং পরবর্তী পেজে প্রবেশ করুন।
এখন খোলার এ পর্যায়ে আপনাকে কিছু পার্সোনাল তথ্য দিতে হবে। যেমন-নাম (Name),
জন্ম তারিখ (Date of Birth), লিঙ্গ (Gender), মোবাইল নাম্বার ইত্যাদি। সব
তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। এছাড়াও আপনি আপনার ইমেইল একাউন্ট দিয়ে ফেসবুক
আইডি খুলতে পারেন।
এরপরে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন। ফেসবুক একাউন্ট খোলার নিয়ম গুলোর
মধ্যে এই ধাপটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ডটি আপনার নিজের ইচ্ছা মত
তৈরি করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন পাসওয়ার্ডটি যেন খুব স্ট্রং হয়। কেননা
পাসওয়ার্ড যত স্ট্রং হবে অ্যাকাউন্ট তত বেশি নিরাপদ হবে।
পাসওয়ার্ডটি অবশ্যই ছয় অক্ষরের হতে হবে। পাসওয়ার্ড এর ক্ষেত্রে কিছু অক্ষর
যেমন-(A,B,C,D.....), বিভিন্ন প্রতীক (@,$,&...) বিভিন্ন সংখ্যা 1,3,5,6,8
ইত্যাদি সমন্বয় তৈরি করতে হবে। যেমন- PAO23@H।
পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে নিজের নাম এবং মোবাইল নাম্বার থেকে বিরত থাকুন।
পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন যাতে সেটি হারিয়ে না যায় আপনি ছাড়া অন্য কেউ যেন
পাসওয়ার্ডটি জানতে না পারে সে ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় পাসওয়ার্ডটি আপনি
মুখস্ত করে রাখলে।
আরোও পড়ুনঃ
এখন আরো সহজ শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা। শুধুমাত্র একটি অপশন
সিলেকশনের মাধ্যমে একাউন্টটি লগইন করতে পারবেন। এবার পাসওয়ার্ড দিয়ে একাউন্ট
সাইন আপ করার পরে একটি ছবির মত লগইন পেজ ওপেন হবে। এখান অ্যাকাউন্ট লগইন হয়ে
যাবে থেকে OK বাটন ক্লিক করলে।
আরোও পড়ুনঃ মাইগ্রেন কি এবং কমানোর উপায়
ফেসবুক একাউন্ট খোলার এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ধাপে আপনার তৈরিকৃত
ফেসবুক অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য আপনার মোবাইল ফোনে ৫ সংখ্যার OTP Code
একটি এসএমএস সেন্ড হবে। এসএমএস চুপ করে নির্ধারিত কোড নাম্বারটি খালি ঘরে
পূরণ করে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে।
ফেসবুক একাউন্ট কনফার্ম হয়ে গেলে আপনার তৈরি তৈরিকৃত ফেসবুক অ্যাকাউন্টটি
ব্যবহারের জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা অনুযায়ী প্রোফাইল এডিট
ফেসবুক ফ্রেন্ড অ্যাড করে ফেসবুকের অভ্যন্তরীণ বিনোদন এবং সেবাসহ উপভোগ করতে
পারবেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়া
যায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে
হারানো ফেসবুক আইডির উপায় গুলো সঠিকভাবে জানতে পেরেছেন। যদি আজকের এই আর্টিকেল
পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার
করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেল পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম
আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমার ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url