আইফোন ১০ এর দাম কত বাংলাদেশ

প্রিয় পাঠক আপনারা অনেকেই আছেন আইফোন ১০ এর দাম কত এই সম্পর্কে জানতে চান। তাদের জন্য আজকের এই আর্টিকেল নিয়ে হাজির হয়েছে। কারণ আজকের এই আর্টিকেলে আইফোন ১০ এর দাম কত এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। 

আপনারা যারা আইফোন ১০ এর দাম কত জানতে চান তারা অবশ্যই আছে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। তাহলে চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে শুরু করা যাক।

.

বাংলাদেশে আইফোন কতটা জনপ্রিয় 

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি যুগ। মানব জাতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসেছে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিটি আবিষ্কার। ঠিক তেমনি একটি আবিষ্কার হচ্ছে আইফোন। আইফোনের মূল অবদান সমগ্র বিশ্ব কে মানবজাতের হাতের তালুতে বন্দি করার যে ভীত রচিত হয়েছে সেখানে বহাল তবিয়তে নিহিত আছে। আইফোন অ্যাপলের অভূতপূর্ব এই উত্থানের ভিতটা গড়ে দেয়। 
অ্যাপলের সাফল্যের কেন্দ্র হচ্ছে অ্যাপল ইকোসিস্টেম, যেখানে গ্রাহককে যুক্ত করার মূল বাহন হচ্ছে আইফোন। আইফোন এ কাজটি করে থাকে রোমাঞ্চকর সব প্রযুক্তির মাধ্যমে। আইফোন বাংলাদেশে একটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। বাংলাদেশে আইফোনের জনপ্রিয়তা অনেক। বাংলাদেশে আই ফোনে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে--ব্র্যান্ড ভ্যালু, নিরাপত্তা, ইকো সিস্টেম, ডিজাইন এবং ফিচার ইত্যাদি।

iphone ব্যবহার করার সুবিধা গুলো কি কি

বর্তমান আধুনিক সময়ে স্মার্টফোনগুলি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।আইফোন তার মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠেছে জনপ্রিয়তার দিক থেকে। কারণ আইফোন ব্যবহারের সুবিধা রয়েছে অনেক। আইফোন ব্যবহার করার সুবিধা গুলো কি কি নিম্নে দেওয়া হলো--

অ্যাপল ইকোসিস্টেমঃ
আইফোন সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপল ইকোসিস্টেমের জন্যই। এই ইকোসিস্টেমের মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই তার আইফোনকে অন্যান্য অ্যাপল প্রডাক্টের সঙ্গে যুক্ত করতে পারেন। অ্যাপল ওয়াচ, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল টিভিতে সংযুক্ত করে খুব সহজে অনেক কাজ করা যায়।

ফেস টাইম ও আই মেসেজঃ
ফেস্ট টাইম ও আই এম মেসেজ শুধুমাত্র অ্যাপলেই ব্যবহার করা যায়। উন্নত মানের ভিডিও কলের জন্য ফেস টাইম এবং বার্তা আদান প্রদানের জন্য আই মেসেজ বর্তমান সময়ে খুবই জনপ্রিয়।অ্যান্ড্রয়েডের তুলনায় অ্যাপলের আই মেসেজ টাইম তুলনামূলক বেশি নিরাপদ।

তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাঃ
আইফোন ফোনে অ্যান্ড্রয়েডের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে উন্নত মনে করেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। অ্যাপলে বিভিন্ন রকমের সমস্যা বিশেষ করে  ম্যালওয়্যারের আক্রমণের ক্ষেত্রে দ্রুত সমাধান পাওয়া যায়। অন্যদিকে অ্যাপল সব সময় সচেষ্ট থাকে ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তায়। 

নিয়মিত সফটওয়্যার হাল নাগাদঃ
আইফোন নির্বাচনের অন্যতম আরেকটি কারণ হলো নিয়মিত সফটওয়্যার এর আপডেট। নতুন আইফোন বা ipad বাজারে আসার পর পাঁচ থেকে ছয় বছর আইওএস এর হালনাগাদ খুব সহজেই পাওয়া যায়।

আইক্লাউড ও ফাইন্ড মাই ডিভাইসঃ
আইক্লাউডে প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ রাখতে পারেন খুব সহজেই আইফোন ব্যবহারকারীরা। হারিয়ে যাওয়া অ্যাপল ডিভাইসের অবস্থান চিহ্নিত করা যায় তা ছাড়া অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপ ব্যবহার করে । এ সুবিধাটি ফোন অফলাইনে থাকলেও ব্যবহার করা যায়। 

সিরিঃ
ভার্চ্যুয়াল অ্যাসিট্যান্ট হলো আইফোনের সিরি।  সিরিতে কথা বলে ব্যবহারকারী অ্যাপ চালুসহ বিভিন্ন কাজ করতে পারেন খুন সহজেই। ফলে অনেক কাজ খুব সহজেই করা যায়।

ফ্যামিলি শেয়ারিং ও স্ক্রিন টাইমঃ
সাবস্ক্রিপশন ও ক্লাউড স্টোরেজ ভাগাভাগি করা যায় ফ্যামিলি শেয়ারিং সুবিধা ব্যবহার করে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে। অভিভাবকেরা স্কিন টাইম ফিচারের মাধ্যমে তাদের সন্তানের ক্ষেত্রে ফোন ব্যবহারের সময় নির্দিষ্ট করে দিতে পারেন।  

iphone কোন কোম্পানির তৈরি করা 

আমেরিকান টেক কোম্পানি অ্যাপল ইনকর্পোরেটেড তৈরি করেন আইফোন। স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েইন ছিলেন অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা। iphone ২০০৭ সালের ২৯ জুন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এসেছিল।  অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস  আইফোনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছেন। মোবাইল ফোনের যুগ পরিবর্তনকারী আইফোন স্টিভ জবস হাত ধরে এসেছে।

iphone কত সালে আবিষ্কার হয়েছে 

২০০৭ সালের ৯ জানুয়ারি সান ফ্রান্সিসকোর একটি কনফারেন্সে স্টিভ জবস প্রথম iphone প্রকাশ করেন। পরে এটি ২৯ জুন ২০০৭ সাল বাজারে বিক্রি করা শুরু হয়।

iphone কেনার আগে কি কি বিষয় দেখে কিনতে হবে 

নতুন iphone কেনার আগে আপনাকে যে বিষয়গুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে সবচেয়ে  ইম্পর্টেন্ট ফিচারগুলো। ইম্পর্টেন্ট ফিচারগুলো বলতে বোঝানো হচ্ছে--  র্যাম, ক্যামেরার রেজুলেশন এবং ফোনের মডেল কে বুঝাচ্ছে। আপনি যদি নতুন মডেলের iphone কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বড় একটা বাজেট রাখতে হবে। iphone কেনার আগে অবশ্যই আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো দেখে কিনতে হবে যেমন--

বাজেটঃ আইফোনের মডেল ওই স্টোরেজ অনুযায়ীদের দাম অনেক ভিন্ন হতে পারে। এজন্য আগে আপনাকে বাজে ঠিক করতে হবে এবং সে অনুযায়ী মডেল নির্বাচন করতে হবে।

মডেল নির্বাচনঃ নতুন মডেল নাকি পুরাতন মডেল কিনবেন সেটা আগে নির্বাচন করতে হবে। নতুন মডেল হলে অবশ্যই আপনাকে লেটেস্ট ফিচার সফটওয়্যার আপডেট এবং ভালো পারফরম্যান্স দেখে নিতে হবে। 

স্টোরেজ ক্ষমতাঃ 64GB, 128GB, 256GB, 512GB, বা 1TB পর্যন্ত হয়ে থাকে। ভিডিও অ্যাপস ছবি কতটা সংরক্ষণ করবেন তা ভেবে স্টোরেজ ঠিক করুন।
রং ও ডিজাইনঃ রং ডিজাইন আপনার ব্যক্তিগত পছন্দ। আপনার যে রং এবং ডিজাইন পছন্দ সেই রং এবং ডিজাইন দেখে আইফোন কিনতে পারেন।

ক্যামেরা ফিচারঃ ফটোগ্রাফি যদি আপনার খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে প্রিমিয়াম মডেল যেমন-- iPhone 15 Pro বা iPhone 15 Pro Max আপনার জন্য ভালো।

ব্যাটারি লাইফঃ বড় স্ক্রিনের মডেল সাধারণত ব্যাটারি খরচ কম করে থাকে। প্রতিদিনের ব্যবহারের জন্য কতক্ষণ চার্জ টিকবে তা অবশ্যই যাচাই করতে হবে।

ডিসপ্লেঃ iphone কেনার আগে অবশ্যই ডিসপ্লে দেখে কিনতে হবে। গেমিং না ভিডিও দেখার জন্য ডিসপ্লে অনেক গুরুত্বপূর্ণ তাই ডিসপ্লে দেখে কিনতে হবে।

ওয়ারেন্টি এবং সার্ভিসঃ বাংলাদেশে Apple-এর অথোরাইজড সার্ভিস এবং ওয়ারেন্টি সুবিধা আছে কি না তা অবশ্যই যাচাই করে নিতে হবে।

বর্তমান বাজারে 10  এর দাম কত 

অ্যাপলের জনপ্রিয় ফোন গুলোর মধ্যে আইফোন 10 অন্যতম। আইফোন 10 রয়েছে ১২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি ৩জিবি র‍্যাম ও ৫.৭ইঞ্চি ডিসপ্লে। ফিচার ফেইস আইডি বা ফেইস আনলক এবং ওয়্যারলেস চার্জিং রয়েছে আইফোন টেনে। 
বর্তমান বাজারে আইফোন টেন এর মূল্য হচ্ছেঃ ২০,০০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

Iphone ২০২৫ সালে 12 Pro দাম কত এই পযন্ত 

আইফোন ১২ এর একই সাইজের ফোন আইফোন ১২ প্রো তে রয়েছে একই প্রসেসর, তবে ৪জিবি র‍্যাম এর বদলে এখানে ৬জিবি র‍্যাম রয়েছে ও ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে।
Iphone 12 Pro দামঃ ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।  

iPhone 8 plus এর দাম কত 

iPhone 8 plus এ রয়েছে বড় ব্যাটারি ও বড় স্কিনের পাশাপাশি ডুয়েল ক্যামেরা সেন্সর। অ্যাপল এ১১ বায়োনিক এর কল্যাণে আইফোন ৮ প্লাস এর পোর্ট্রেইট ছবি আইফোন ৭ প্লাস এর পোর্ট্রেইট ছবির চেয়ে বেটার।
iPhone 8 plus এর দাম হচ্ছেঃ ২৭০০০ টাকা। 

লেখকের শেষ মন্তব্য 

প্রিয় পাঠক আইফোন ১০ এর দাম কত এই সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। 

যেন তারাও আইফোনের দাম সম্পর্কে জানতে পারে। এরকম আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমার ওয়েবসাইটির  নিয়মিত ভিজিট করুন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url