ইউটিউব চ্যানেলে কিভাবে বিজ্ঞাপন প্রচার করবেন জেনে নিন
প্রিয় পাঠক আপনি কি ইউটিউব চ্যানেলে কিভাবে বিজ্ঞাপন প্রচার করবেন এই
বিষয় নিয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজি করছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ
আজকের এই আর্টিকেলেইউটিউব চ্যানেলে কিভাবে বিজ্ঞাপন প্রচার করবেন এই বিষয়ে
বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
আপনি যদি ইউটিউব চ্যানেল কিভাবে বিজ্ঞাপন প্রচার করবেন সহজ নিয়মে জানতে চান তাহলে আজকে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। তাহলে চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে শুরু করা যাক।
.
ইউটিউব মার্কেটিং কি
Youtube মার্কেটিং বলতে বোঝায় ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করা ও প্রকাশের
মাধ্যমে দর্শকদের আকর্ষণীয় করে তোলা এবং সেই দর্শকদের গ্রাহক বা
ক্লায়েন্টে রুপান্তরিত করার প্রক্রিয়াকে youtube মার্কেটিং বলা হয়ে থাকে।
ইউটিউব মার্কেটিং দু ধরনের হতে পারে। নিজের পণ্য বা সেবা সম্পর্কে ভিডিও তৈরী করে
সেটা ইউটিউবে প্রচার করা অথবা অন্য কারো কাছ থেকে টাকার বিনিময়ে
চাহিদা মাফিক সেটাকে প্রচারণা করা।
আরোও পড়ুনঃ প্রতিদিন ১০০ টাকা আয় করার সেরা ২০টি উপায়
সরাসরি ইউটিউবে টাকা প্রধানের মাধ্যমে ইউটিউব মার্কেটিং করা যায়। আপনার
ব্র্যান্ড বা ব্যবসাকে অনলাইন দৃশ্যমান করার অন্যতম কার্যকর উপায় হচ্ছে ইউটিউব
মার্কেটিং। এটি শুধু ভিডিও আপলোড করার জায়গা নয় বরং এটি পূর্ণাঙ্গ মার্কেটিং
ট্যালেন্ট যা সরাসরি বিক্রয় এবং ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করতে পারে।
আপনি যদি ইউটিউব মার্কেটিং করতে চান তাহলে চ্যালেঞ্জ তৈরি করে কন্টেন্ট আপলোড
করতে হবে। বর্তমান এই আধুনিক যুগে ইউটিউব মার্কেটিং ডিজিটাল যুগে অত্যন্ত কার্যকর
একটি মাধ্যম। ইউটিউবের মাধ্যমে ভিডিও কনটেন্ট এর জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলছে
এবং ইউটিউব হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন।
youtube মার্কেটিং কাকে বলে
ইউটিউব মার্কেটিং হল ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবার প্রচারণা
করা। ইউটিউব হল পৃথিবীতে যত ভিডিও শেয়ারিং সাইট রয়েছে তার মধ্যে অন্যতম এবং
প্রধান। ইউটিউবে বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করা সেটাকে প্রকাশ করে বিজ্ঞাপন
চালানো এবং
দর্শকদের সাথে সংযোগ তৈরি করে ব্যবসা বাড়ানো কে ইউটিউব মার্কেটিং বলা
হয়। সহজভাবে ভাবে বলতে গেলে, ইউটিউব মার্কেটিং হলো ভিডিও কনটেন্ট এবং
প্রমোশনাল টেকনিক ব্যবহার করে অডিয়েন্স ও ব্র্যান্ডের রিচ বাড়ানোর প্রক্রিয়ায়
হচ্ছে ইউটিউব মার্কেটিং।
ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়
কিভাবে ইউটিউব চালানো খুলতে হয় এ বিষয়ে নিচে আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত
ভালোভাবে বুঝিয়ে দিব যাতে আপনারা খুব সহজে ইউটিউব চ্যানেল খুলতে পারেন তাহলে
চলুন জেনে নেই ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়--
গুগল অ্যাকাউন্ট তৈরি করুনঃ
যদি আপনার আগে থেকে জিমেইল একাউন্ট খোলা থাকে তাহলে আর নতুন করে জিমেইল
অ্যাকাউন্ট খুলতে হবে না। আর যদি জিমেইল অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে জিমেইল
অ্যাকাউন্ট নতুন করে খুলে নিতে হবে।
YouTube-এ সাইন ইন করুনঃ
তারপরে যেতে হবে YouTube.com। তারপর ক্লিক করতে হবে ডান পাশে Sign in
বাটনে। তারপর আপনার জিমেইল দিয়ে লগইন করতে হবে।
চ্যানেল তৈরি করুনঃ
ক্লিক করতে হবে লগইন করার পর ওপরে ডান পাশে আপনার প্রোফাইল আইকনে।
তারপর Create a Channel যেতে হবে। আপনি চাইলে নিজের নাম বা ব্র্যান্ড
অথবা বিজনেস নাম দিয়ে চ্যানেল তৈরি করতে পারবেন।
চ্যানেলের নাম ও ছবি সেট করুনঃ
আপনার চ্যানেলের জন্য সুন্দর নাম সিলেক্ট করুন। যেমন-TechWorld BD, Digital
Bangla,Food Lovers BD ইত্যাদি। নাম সিলেক্ট করার পর একটি
প্রোফাইল ও ব্যানার যোগ করুন।
ভিডিও আপলোড করুনঃ
তারপরে ক্লিক করুন ওপরের ডান পাশে Create” (Camera আইকন)। ভিডিও আপলোড
করুন Upload video সিলেক্ট করে।
ইউটিউবে কি ফ্রি বিজ্ঞাপন পরিচালনা করা যায়
ইউটিউবে সরাসরি ফ্রি বিজ্ঞাপন চালানো যায় না। কারণ ইউটিউব এর অফিসিয়ালি
বিজ্ঞাপন সিস্টেম সবসময় পেইড হয়ে থাকে। তবে youtube এ ফ্রি বিজ্ঞাপন
চালানোর মতো কিছু বিকল্প উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি প্রমোশন করতে
পারেন। ইউটিউবে ফ্রি বিজ্ঞাপন বা প্রমোশন করার কিছু উপায় গুলো হলো--ইউটিউবে
নিজের পণ্য বা সেবার ভিডিও আপলোড করতে হবে। ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন,
থাম্বনেইল ও ট্যাগে SEO ব্যবহার করলে সহজে সার্চে আসবে।
youtube শর্টস ভিডিও থেকে অনেক বেশি ভিউ পাওয়া যায়। ছোট ছোট ভিডিও বানিয়ে
পোস্ট করতে পারবেন। অন্যের বড় ইউটিউব ভিডিওতে ভ্যালু এড করে কমেন্ট করতে পারবেন,
যেখানে মানুষ আপনার চ্যানেল দেখতে পেয়ে ক্লিক করতে পারেন। একই ধরনের
কনটেন্ট ক্রেতাদের সাথে ভিডিও বানাতে পারেন যাতে দর্শকরা আপনার চ্যানেল
দেখতে পারে খুব সহজেই।
বর্তমান এই যুগে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো যেমন--ফেসবুক,
ইনস্টাগ্রাম, টিকটক, টেলিগ্রাম ইত্যাদিতে ভিডিও শেয়ার করুন। যাতে আপনার অর্গানিক
ভিউ এবং সাবস্ক্রাইব বাড়ে। সহজভাবে বলতে গেলে ইউটিউবে সরাসরি ফ্রি বিজ্ঞাপন
দেওয়া সম্ভব হয় না। তবে ফ্রি প্রমোশনাল কনটেন্ট, শর্টস, কোলাব ও শেয়ারিংয়ের
মাধ্যমে ফ্রি মার্কেটিং করা যায়।
ইউটিউব চ্যানেল বিজ্ঞাপন দিতে কত টাকা লাগে
ইউটিউব চ্যানেল বিজ্ঞাপন দিতে হলে ব্যবহার করতে হয় Google Ads। খরচটা
নির্ভর করে আপনি কতজন মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে চান এবং বিজ্ঞাপনের ধরন
কি ধরনের হবে। প্রতি ভিউতে সাধারণত ১থেকে ৩ টাকা লাগে। প্রতি এক হাজার
ভিউতে গড়ে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত লাগতে পারে।
আপনি চাইলে দিনে ১০০ টাকা বাজেট দিয়ে বিজ্ঞাপন চালাতে পারবেন আবার দিনে ১০
হাজার টাকার খরচ করতে পারবেন আপনি। সহজভাবে বলতে গেলে আপনি যদি ১০০০
টাকার বিজ্ঞাপন বাজেট দেন তাহলে আপনার ভিডিওতে ৪০০ থেকে ১০০০ ভিউ পেতে পারেন।
মানে ইউটিউবে বিজ্ঞাপন দিতে নির্দিষ্ট কোন ফিক্স দাম নেই আপনি আপনার বাজেট
অনুযায়ী শুরু করতে পারবেন।
ইউটিউব চ্যানেল এ কিভাবে বিজ্ঞাপন প্রচার করবেন
Youtube চালানো বিজ্ঞাপন প্রচার করতে হলে আপনাকে প্রথমে ব্যবহার করতে
হবে Google Ads। youtube এর অফিশিয়াল বিজ্ঞাপন সিস্টেম google এডস এর
মাধ্যমে চলে। ইউটিউব চ্যানেল এ কিভাবে বিজ্ঞাপন প্রচার করবেন তা নিচে
দেওয়া হল--
প্রথমে আপনাকে Google Ads গিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
তারপর আপনাকে Google Ads একাউন্টের সাথে কানেক্ট করতে হবে আপনার ইউটিউব
চ্যানেলকে।
তারপর আপনাকে বিজ্ঞাপনের লক্ষ্য নির্বাচন করতে হবে। যেমন ভিউ
বাড়ানো, সাবস্ক্রাইব বাড়ানো, ওয়েবসাইট ভিজিট, ও ব্র্যান্ড প্রমোশন
করা।
আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও প্রচার করতে চান সেটি এড হিসেবে নির্বাচন
করুন।
অডিয়েন্স সেট করুন। যেমন দেশ/এলাকা (যেমন বাংলাদেশ, ভারত) বয়স,
লিঙ্গ, ন্টারেস্ট (যেমন টেক, ফুড, ট্রাভেল)
আপনি দিনে কত টাকা খরচ করতে চান সেটা সেট করুন। দিনে মিনিমাম ১০০ টাকা দিয়েও
শুরু করা যায়।
এরপর এড ফরমেট নির্বাচন করুন যেমন--
In-Stream Ads – ভিডিও শুরু/মাঝে/শেষে আসে (Skip করা যায়)।
Non-Skippable Ads – ৫-১৫ সেকেন্ড, স্কিপ করা যায় না।
Discovery Ads – সার্চ রেজাল্টে বা সাজেস্টেড ভিডিওতে আসে।
Google Ads-এ পেমেন্ট করতে ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড, ব্যাংক ইত্যাদি
ব্যবহার করা যায়
সবশেষে সেটআপ শেষ হয়ে গেলে ক্যাম্পেইন চালু করলে কয়েক ঘন্টার মধ্যে বিজ্ঞাপন
শুরু হয়ে যাবে।
আশা করি ইউটিউব চ্যানেলে কিভাবে বিজ্ঞাপন প্রচার করবেন এই বিষয়ে
ক্লিয়ার বুঝতে পেরেছেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক ইউটিউব চ্যানেলে কিভাবে বিজ্ঞাপন প্রচার করবেন এই বিষয়ে
আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন। আজকে আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে
থাকেন তাহলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যাতে তারা ইউটিউব
চ্যানেল বিজ্ঞাপন প্রচার সম্পর্কে জানতে পারেন।
এরকম আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমার ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ
আমার সাথে থেকে আর্টিকেল পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন
কোন টপিকস নিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ
হাফেজ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url